২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কাঁঠালিয়ায় অবিরাম বর্ষণ ও বিষখালীর নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

২০ গ্রামের মানুষ পানিবন্দি
-

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিম্নচাপের প্রভাবে তিন দিন ধরে অবিরাম ভারি বর্ষণ ও জোয়ারে বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাগান-বাড়িতে পানি থৈ থৈ করছে। পনিবন্দি রয়েছে নদী তীববর্তী প্রায় ২৫ গ্রামের বাসিন্দা। ভেসে গেছে শত শত পুকুর ও ঘেরের মাছ।

এদিকে কাঁঠালিয়া উপজেলা পরিষদ মাঠ অবিরাম ভারি বর্ষণ ও জোয়ারে বিষখালী নদীর পানি স্বাভাকিরে চেয়ে ৪/৫ ফুট বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে।

এছাড়া জোয়ারের পানি বৃদ্ধিতে কাঁঠালিয়ার আমুয়া বন্দরের ফেরিঘাটের গ্যাংওয়ে ও কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

মাওলানা মিজানুর রহমান জানান, জয়খালী শামীম মঞ্জিল স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা ও ছালেহীয়া এতিমখানা গত ৩/৪ দিন যাবৎ পানিবন্দি রয়েছে। এ এতিমখানায় অনেক শিক্ষার্থী রয়েছে, অতিরিক্ত পানির কারনে বর্তমানে তারা খুব কষ্টে রয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: শহীদুল ইসলাম জানান, কাঁঠালিয়ায় বেড়িবাঁধ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি এভাবে ৫/৭ দিন অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

কাঁঠালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মুকছুদুর রহমান জানান, দুর্যোগপূর্ণ আবহওয়া ও পানি বৃদ্ধির কারণে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ছাত্র/ছাত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিতির হার বেড়ে গেছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুগন্ধা ও বিষখালী নদীর স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।


আরো সংবাদ



premium cement