১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভাণ্ডারিয়ায় স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

-

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলার বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ শতক জমিতে ইকড়ি ইউনিয়নের মো: নুরুল আমিন ও মো: জসিম আকন গং কর্তৃক অবৈধভাবে ঘর তুলে দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা।

আজ বুধবার সকালে ভা-ারিয়া-মঠবাড়িয়া মহাসড়কের বোতলা নামক স্থানে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক খানের সভাপতিত্বে প্রায় ২ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীরা অংশ নেন।

প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তহশিলদার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো: কবির সিকদার, স্থানীয় বাসিন্দা মো: মাসুদ বেপারী, বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মোসাদ্দেক আল ফাহিম, ইউপি সদস্য নাসির উদ্দিন মল্লিক, মো: জামাল হোসেন, মো: শাহাজাহান প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির হাওলাদার, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বেপারী, মো: নুরুল ইসলাম মাষ্টার প্রমুখ।

উল্লেখ্য, ওই বিদ্যালয়ের নামে শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে একটি ৪তলা ভবন নির্মাণে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও অবৈধ দখলের কারণে ভবনটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে।


আরো সংবাদ



premium cement