১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

পটুয়াখীতে ক্ষতিগ্রস্থদের প্রশাসনের ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ

পটুয়াখীতে ক্ষতিগ্রস্থদের প্রশাসনের ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ। ছবি - নয়া দিগন্ত।

মঙ্গলবার পটুয়াখালীর গলাচিপায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে ত্রান ও ঈদ সামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন। পানপট্টি ইউনিয়ন পরিষদ চত্বরে ও সদর ইউনিয়নের দক্ষিন বোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০কেজি চাল, ১কেজি মসুর ডাল, ১লিটার তৈল, ১কেজি লবন এবং ২টি করে শাড়ি ও লুঙ্গি দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌছিফ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রান নিতে আসা ক্ষতিগ্রস্থ হাশেম খান(৭৫), ও বিলকিস বেগম(৬৭) জানান, ত্রান ও ঈদ সামগ্রী পেয়ে আমরা অত্যন্ত খুশি।


আরো সংবাদ



premium cement