২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মুন্সীগঞ্জে ৪ সাঁকোয় ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

-

মুন্সীগঞ্জে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের ৫টি গ্রামের মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে টি বাঁশের সাঁকো প্রতিদিনের ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নটির গাব্বার ঢালী কান্দী, চর সেরজাবাদ, চর ছোট কেওয়ার, মোল্লাবাড়ী ও খাস মোল্লাকান্দীসহ দুটি সরকারি গুচ্ছগ্রামের বাসিন্দারা। ৫টি গ্রামে জনসংখ্যা রয়েছে প্রায় ৮ হাজার। অপর দিকে দুটি গুচ্ছগ্রামে পরিবার রয়েছে ৮৬টি।
চারটি সাঁকোর মধ্যে রজত রেখা নদীর ওপরে সবচেয়ে বড় সাঁকো, পরে রয়েছে মোল্লাবাড়ীতে একটি, চর সেরজাবাদে একটি ও সেরজাবাদ শনিবাড়ী অপর একটি মোট ৪টি সাঁকো। প্রতিদিন এই সাঁকোগুলো দিয়ে নারী,শিশুর পাশাপাশা স্কুল, কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের পারাপার হতে হয়। শুধু তাই নয়, এই গ্রামগুলোর সাথে সড়ক পথে মুন্সীগঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন। মুন্সীগঞ্জ শহরে আসতে হলে বাঁশের সাঁকো দিয়ে রজত রেখা নদী পার হয়ে পার্শ¦বর্তী উপজেলা টঙ্গিবাড়ীর আলদি বাজার হয়ে আসতে হয়। এ যেন আলোর নিচে এক অন্ধকার জগত।

 


আরো সংবাদ



premium cement