২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গণধোলাই দিয়ে সোপর্দের পর দুই ছিনতাইকারীকে ছেড়ে দিলো পুলিশ

-

গাজীপুরের শ্রীপুরে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে দিলেও রহস্যজনক কারণে ২১ ঘণ্টা থানা হাজতে রেখে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে থানা থেকে ছিনতাইকারীরা ছাড়া পায়। হাতেনাতে ছিনতাইকারী ধরার পরও পুলিশ তাদের ছেড়ে দেয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পৌর এলাকার শ্রীপুর চৌরাস্তা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। রোববার বেলা আড়াইটায় পৌর শহরের চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ছিনতাই চেষ্টার শিকার আব্দুর রশিদ বাদি হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আটককৃতরা হলো শ্রীপুর পৌরসভার উত্তরপাড়া গ্রামের কালামের ছেলে হিরা (২২) এবং বাচ্চু মিয়ার ছেলে আরমান (১৮)।
শ্রীপুর থানার এএসআই জামাল উদ্দিন বলেন, থানা থেকে ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখান থেকে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসি। ছিনতাইকারী ছেড়ে দেয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, ছিনতাইকারীদের সাথে অভিযোগকারীর আপস হয়েছে। এ জন্য ছিনতাইকারীদের থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement