২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে শিক্ষক অপমান করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

-

নোয়াখালীর সুবর্ণচরের থানার হাট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের অপমান সইতে না পেরে দশম শ্রেণীর এক ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। সে চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী থানার হাট মডেল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
রোববার বেলা ২টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী বিষপান করে নিজ বসতঘরে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানান, রোববার সকালে ছাত্রছাত্রীদের অভিভাবক সমাবেশ ছিল। এই ছাত্রীর অভিভাবক সমাবেশে না আসায় প্রধান শিক্ষক আবদুল মান্নান স্কুলছাত্রীর সাথে খারাপ আচরণ ও অপমান করেন।
এ অপমান সইতে না পেরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সদস্য জুয়েল মেম্বার এর সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে জানতে চাইলে চর জব্বর থানার ওসি সাহেদ উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, কেউ এখনো মামলা বা অভিযোগ করেনি, করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে থানার হাট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

 

 


আরো সংবাদ



premium cement

সকল