২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

সাপাহার সীমান্তে বিজিবি বিএসএফ সৌজন্য সভা
নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য ও অস্ত্র গোলাবারুদ পাচার রোধ এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গত শনিবার বেলা ১১টায় এ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধীনস্থ বামনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২৪৪ পিলারের নিকটবর্তী উত্তর পাতাড়ী নামক স্থানে ভারতের অভ্যন্তরে দুই দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের সৌজন্য সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম ১২ সদস্যবিশিষ্ট একটি দলের প্রতিনিধিত্ব¡ করেন। সাপাহার (নওগাঁ) সংবাদদাতা
লামায় হাফেজদের পাগড়ি ও নওমুসলিমদের বস্ত্র বিতরণ
বান্দরবানের লামা উপজেলার উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থার উদ্যোগে হাফেজদের পাগড়ি ও নও মুসলিমদের মধ্যে কুরআন শরিফ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার সংস্থার সভাপতি রাশেদুল ইসলাম ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জহিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে হেদায়েতুল উম্মত বাংলাদেশের মহাসচিব এম এ সাত্তার মোল্লা। দোয়া পরিচালনা করেন ঢাকাস্থ মোল্লার পুকুরপাড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম। আঞ্জুমান হেদায়েতুল উম্মত বাংলাদেশের সহযোগিতায় সংস্থার তিনজন হাফেজের মাথায় পাগড়ি তুলে দেয়ার পর ২৭০ জন নও মুসলিমের হাতে বস্ত্র ও কুরআন শরিফ তুলে দেন অতিথিরা। লামা (বান্দরবান) সংবাদদাতা
লাকসাম পৌরসভার পানি
ছিটানো উদ্বোধন
সড়কে ধুলোবালুর কারণে পরিবেশ দূষণরোধ করতে পানি ছিটানোর উদোগ নিয়েছে পৌরসভা। গত রোববার বিকেলে লাকসাম বাইপাস এলাকায় পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। পানিভর্তি ভ্রাম্যমাণ ড্রাম ট্রাকে করে বাইপাস, জংশন, ফতেহপুর, পুরনো বাসস্ট্যান্ড, নোয়াখালী রোড এলাকায় মেয়রের নেতৃত্বে পানি ছিটানো হয়। মেয়র অধ্যাপক আবুল খায়ের জানান, ধুলোবালুতে যেন মানুষ কষ্ট না পায় সে জন্য পানি ছিটানো অব্যাহত থাকবে। লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
শিবগঞ্জে প্রতিবন্ধী স্কুলের ভিত্তি স্থাপন
বগুড়ার শিবগঞ্জের কিচকে অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত রোববার প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শিল্পপতি এ বি এম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান সুমন, নবীবুর রহমান, কিচক ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরকার, কিচক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান মণ্ডল, আবু বক্কর সিদ্দিক,সাবেক ব্যাংকার শামসুদ্দিন (বুলু), কিচক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মামুন পাটোয়ারী, মাহবুবুর রহমান। শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।
মাগুরায় পলিটেকনিক শিক্ষক
কর্মচারীদের মানববন্ধন
শিক্ষক-কর্মচারীদের দ্বিতীয় শিফটের ভাতাসংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা। গত রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউটের ৫২ জন শিক্ষক-কর্মচারী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন সমাবেশ করে। এ সময় দ্বিতীয় শিফটের পারিশ্রমিক ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন পলিটেকনিক শিক্ষক সমিতি মাগুরা শাখার সভাপতি বাবুল কুমার ভট্টাচার্য, সদস্য রামচন্দ্র সরকার, বাংলাদেশ পলিটেকনিক কর্মচারী সমিতির সভাপতি আবদুল জলিল প্রমুখ। মাগুরা সংবাদদাতা
সোনারগাঁওয়ে ৫০
শয্যার হাসপাতাল
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা ভবনের ভিত্তিপ্রস্তর গত রোববার স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বরাদ্দকৃত ৫০ শয্যার এ ভবন নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপালী এন্টারপ্রাইজ। হাসপাতালটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকা। এ সময় রোগীদের সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নতুন একটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ইসলামপুরে বিএনপি কার্যালয় উদ্বোধন
জামালপুরের ইসলামপুরে বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত রোববার ইসলামপুর থানা মোড়স্থ উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুর রহমান শহীদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বাবলু সরদার, নুরুল ইসলাম নওয়াব, যুবনেতা ছামিউল হক লাভলু, মাহফুজুর রহমান লুলু, হামিদুর রহমান মলিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম রুহুল আমীন মামুন প্রমুখ। ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা


আরো সংবাদ



premium cement
গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা

সকল