১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ : গুলিতে নিহত ১ আহত ১৫

-

সুনামগঞ্জের দিরাইয়ে পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে আমির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কালধর গ্রামের সাইদুল্লার ছেলে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানি মেডিক্যালে পাঠানো হয়েছে। রোববার সকাল ৭টায় দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামে মরম আলী ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এলাকাবাসীর সহযোগিতায় লাইসেন্সকৃত বন্দুকসহ ফারুক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
দিরাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কালধর গ্রামের জলমহালসহ পঞ্চায়েতি টাকা দীর্ঘদিন ধরে ফারুক মিয়ার কাছে জমা রাখা হয়। সম্প্রতি জমা টাকার হিসাব-নিকাশ নিয়ে মরম আলী ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। শনিবার সন্ধ্যায় ফারুক মিয়ার কাছে প্রতিপক্ষ মরম আলী হিসাব চাওয়ায় দুইজনের বাগি¦তণ্ডা হয়। এর জেরে রোববার সকাল ৭টায় দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ফারুক মিয়ার বাড়ি ঘেরাও করার চেষ্টা করলে বসতঘর থেকেই লাইসেন্সকৃক বন্দুক দিয়ে পর পর ৬ রাউন্ড গুলি করেন ফারুক মিয়া। গুলিবিদ্ধ হয়ে প্রতিপক্ষের আমির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ ১০ জনসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। এ সময় পার্শ্ববর্তী কলিয়ার কাপন গ্রামের দেলোয়ার ও রাজন নামের দুইজন সালিসকারী গুলিবিদ্ধ হন।
দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার জানান, সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানার ওসি এম নজরুলে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দিরাই থানার ওসি কে এম নজরুল জানান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার মিলান-লিভারপুলের বিদায়, সেমিফাইনালে আটলন্টা-রোমা

সকল