২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন

সোনারগাঁওয়ে কৃষিজমি ঘরবাড়ি নদীতে বিলীনের আশঙ্কা

মেঘনা নদীর নুনেরটেক এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে :নয়া দিগন্ত -

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা দিয়ে প্রবাহিত মেঘনা নদীর নুনেরটেক এলাকায় ইজারা ছাড়াই দিনে রাতে প্রায় ৩৫টি শক্তিশালী ড্রেজার বসিয়ে নদীর তীরবর্তী স্থান ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। মেঘনা ও সোনারগাঁও উপজেলার সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। সম্প্রতি মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে আনন্দবাজার এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটে। তবুও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। মেঘনা নদীর অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মেঘনা নদী বেষ্টিত অনেক গ্রাম এখন চরম হুমকির মুখে রয়েছে। কৃষিজমি ও ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। ইতোমধ্যে নদীর তলদেশের মাটি সরে গিয়ে উপজেলার খাসেরচর, ভুরভুড়িয়া, ভাটিবন্ধর ও সুলতান নগর গ্রাম নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে, মালিগাঁও, হাড়িয়া, গোবিন্দি হাড়িয়া বৈদ্যেপাড়া সোনামইসহ কয়েকটি গ্রামটি হুমকির মুখে পড়েছে। এ ছাড়াও মেঘনা নদীর তীরে অবস্থিত ‘আমান ইকোনমিক জোন’ হুমকির মুখে রয়েছে। নুনেরটেক এলাকায় বালু উত্তোলন বন্ধে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রকিবুর রহমান খানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীর পক্ষে মো: লোকমান হোসেন।
নুনেরটেক গ্রামবাসী জানান, মেঘনা নদীর মাঝখানে জেগে ওঠা চর নুনেরটেক ও এর তীরবর্তী বালু মহালটির ইজারার ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এ স্থগিতাদেশের ফলে ওই এলাকার বালু মহাল ইজারা দিতে পারবে না প্রশাসন। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বৈদ্যোরবাজার নৌ ফাঁড়ি পুলিশ ও কেস্টগার্ডকে ম্যানেজ করে নুনেরটেক এলাকায় এ সিন্ডিকেট চুরি করে বালু কেটে নিয়ে যাচ্ছে।
অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রোবায়েত হোসেন শান্ত, বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আবু তালেবের ছেলে গাজী আওলাদ হোসেন, মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, মেঘনা উপজেলা যুবলীগ নেতহা সানাউল্লাহ ও ওয়াসিম মিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে দলের নাম ভাঙ্গিয়ে মেঘনা নদীতে বালু উত্তোলন করছে।
কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রোবায়েত হোসেন শান্তর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বালু উত্তোলনের সাথে আমি জড়িত না। আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার করছে।
বৈদ্যেরবাজার নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ মো: আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মেঘনা উপজেলার লোকজন সুযোগ বুঝে আমাদের সীমানায় এসে বালু উত্তোলন করে। আমরা নদীতে অভিযান চালালে তাদের সীমানায় গিয়ে বালু উত্তোল করে। প্রয়োজনে নদীতে ডিমারগেশনস ছাড়া বালু উত্তোলন বন্ধে মাইকিং করা হবে। এ নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা
নেয়া হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রকিবুর রহমান খান বলেন, বালু উত্তোলনের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ নিয়ে গ্রামবাসী আমার কাছে এসেছেন। সোনারগাঁও ও মেঘনা উপজেলার একটি সিন্ডিকেট অবৈধভাবে এ বালু কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে যেকোনোভাবে নুনেরটেক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল