২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাজিবপুরে সভাপতিকে বাদ দিয়ে কাউন্সিল করায় আ’লীগের বিক্ষোভ

-

রাজিবপুরে আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে পাল্টা পাল্টি অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাজিবপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলমের মনগড়া পকেট কমিটি করার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করেন। রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় না করে গত ২ ডিসেম্বর উপজেলা কাউন্সিল ঘোষণা করেন। যার ফলে নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা ও অসন্তষের ঝড় উঠে। পরে কেন্দ্রের নির্দেশ মোতাবেক ২ ডিসেম্বর কাউন্সিলটি স্থগিত করা হয়। যার পরিপেক্ষিতে গত বুধবার ৪ ডিসেম্বর বিকেল ৫টায় রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই সরকারের ডাকে উপজেলা আওয়ামী-লীগের নেতা কর্মীর সমন্বয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে রাজিবপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আলম বলেন, রাজিবপুর আওয়ামী লীগের ওয়ার্ড ইউনিয়ন সব কমিটিতে সভাপতির মতামত ও তার স্বাক্ষরের মাধ্যমে করা হয়েছে। উপজেলা কাউন্সিলে সভাপতির স্বাক্ষর নেয়া হয়নি। যাদেরকে কাউন্সিলর করা হয়েছে, তার প্রকৃত আওয়ামী লীগের সদস্য। কোনো জামায়াত, বিএনপি, জাতীয় পার্টির লোককে কাউন্সিলর করা হয়নি। দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গঠনতন্ত্র মোতাবেক রাজিবপুর আওয়ামী লীগের কাউন্সিল করার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement