২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

লালপুরে ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন

-

সাহারা মরুভূমির ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে গবাদি পশু আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন লালপুরের খামারিরা। উপজেলার ১০টি গ্রাম ও পৌরসভার প্রায় সব জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত এই রোগটি। তবে চিকিৎসকেরা বলছেন, আতঙ্কিত না হয়ে আক্রান্ত হওয়া মাত্র চিকিৎসকের সহায়তা নিলে এই রোগের নিরাময় সম্ভব। পদ্মা চরাঞ্চল চরজাজিরা গ্রামের আমজাদ হোসেন তার আক্রান্ত একটি গাভী চিকিৎসার জন্য বুধবার উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, তার প্রতিবেশী নিফাজ, কুরবান ও সেলিমের গরু ইতোমধ্যে আক্রান্ত হয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা পশুসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লাম্পি স্কিন রোগটি ভাইরাসজনিত হওয়ায় এটি ছোঁয়াচে। আক্রান্ত হওয়ার পর গায়ে জ্বর থাকবে পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়াসহ গুঁটি দেখা দিতে পারে। তাই আক্রান্ত হওয়ার সাথে সাথে এটিকে অন্যদের থেকে আলাদা করে মশারির মধ্যে রাখতে হবে যাতে তার গায়ে মশা, মাছি বসতে না পারে। এ ছাড়াও আক্রান্তকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে নিয়মিত চিকিৎসা দিলে এই রোগের নিরাময় সম্ভব।


আরো সংবাদ



premium cement