২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চরভদ্রাসনে পিইসিতে প্রক্সি দিতে এসে বহিষ্কার ৪০ পরীক্ষার্থী

-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ঝরে পড়া শিশুদের জন্য পরিচালিত রক্স প্রকল্পের অধীন আনন্দ স্কুলের দু’টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছে ৪০ পরীক্ষার্থী। বৃহস্পতিবার ইসলামি শিক্ষা পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। তাদের বহিষ্কার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন জানান, বিএসডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরোয়ার মেম্বারের বাড়িতে আনন্দ স্কুলের কেন্দ্রে অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ১৮ জন পরীক্ষার্থী শনাক্ত হয়। আর চরহাজিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনাক্ত হয় এমন ২২ জন। তিনি বলেন, যারা তাদেরকে দিয়ে এমন কাজ করিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে আনন্দ স্কুলের ট্রেনিং কোঅর্ডিনেটর (টিসি) বর্ণালী বিশ্বাস বলেন, আমি কর্মস্থলে যোগ দেয়ার আগেই ওই শিশুদের ফরম পূরণ করা হয়েছে। তাই ওরা যে প্রক্সি পরীক্ষার্থী সেটি আমার জানা ছিল না।
চরভদ্রাসন উপজেলায় এ বছর পাঁচটি কেন্দ্রে আনন্দ স্কুলের মোট ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। অন্যান্য কেন্দ্রেও প্রক্সি পরিক্ষার্থী রয়েছে বলে অভিযোগ রয়েছে।


আরো সংবাদ



premium cement