২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

লালমোহনের ১৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য

-

দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ১৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন নিম্নগামী হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লালমোহনের ৯টি ইউনিয়নে ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে (সদ্য জাতীয়করণকৃতসহ)। তার মধ্যে ৭২টি পুরাতন সরকারি এবং ১১৮টি সদ্য জাতীয়করণকৃত, এ ছাড়া ছয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলার যেসব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেগুলো হলো বেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুণ্ডের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বাসের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফারজানা চৌধুরী রতœা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলোয়াখালী (কালামুলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর উদয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মোলাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরভুতা খারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য লর্ডহার্ডিঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পূর্ব অন্নদা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সৈয়দাবাদ মাওলানা সৈয়দ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইলিশাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দীর্ঘ দিন প্রধান শিক্ষক না থাকায় স্থানীয় অভিভাবকরা তাদের সন্তানের পাঠদান নিয়ে শঙ্কিত, কয়েকজন অভিভাবক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিসিয়াল কাজে সব সময় ব্যাস্ত থাকেন, বিদ্যালয়ে নিয়মিত আসতে পারেন না। তাছাড়া অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের সংখ্যা কম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আয়ুব আলী বলেন, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই আমরা সেসব বিদ্যালয়ের তালিকা করে শিক্ষা অধিদফতরে পাঠিয়েছি। আশা করি শিগগিরই শিক্ষক সঙ্কট কেটে যাবে। কী কারণে ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এমন প্রশ্নের জবাবে শিক্ষা অফিসার বলেন, অবসর গ্রহণ ও মৃত্যুজনিত কারণে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল