২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ময়মনসিংহে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

-

ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের জমি উদ্ধারে অভিযান শুরু করেছে রেলওয়ে প্রশাসন। সোমবার সকাল থেকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ এম সালাউদ্দিন ও ভূ-সম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় রেলস্টেশন এলাকার অর্ধশত পাকা-আধাপাকা দোকানপাটসহ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এর আগে রোববার রেলওয়ে বিভাগের পক্ষ থেকে নগরীর স্টেশন রোড, মিন্টু কলেজ রেল ক্রসিং, সানকিপাড়া রেল ক্রসিং, বাঘমারা রেল ক্রসিং, পাটগুদাম রেল ক্রসিং, কলেজ রোড রেল ক্রসিংসহ বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে অনেকেই নিজ উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে নিয়ে গেছেন।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ এম সালাউদ্দিন জানান, ময়মনসিংহ অঞ্চলে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রেলওয়ের জায়গা উদ্ধারের মাধ্যমে রেলওয়ে এলাকাকে পরিচ্ছন্ন করে মাদকমুক্ত ও সুন্দর নগরী গড়ে তোলা হবে এবং মাস্টারপ্লানের আওতায় রেলওয়ের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকা বিভাগ তথা সারা দেশেই উচ্ছেদ অভিযান চলবে।


আরো সংবাদ



premium cement

সকল