২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আমতলীতে সন্ত্রাসীদের হামলায় জেলা পরিষদ সদস্যসহ আহত ৮

-

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধে সন্ত্রাসীরা জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধা ও আরো আটজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটে উপজেলার কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জিমি ব্রিকসে শুক্রবার সকালে। আহতদের মধ্যে চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধার মালিকানাধীন জিমি ব্রিকসের মধ্যে জমি আছে দাবি করে আসছে স্থানীয় রাজা হাওলাদারের ছেলে রোমান হাওলাদার গং। এ জমি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক ও মামলা হামলার ঘটনাও ঘটেছে। ঘটনার সময় রোমান ও রাকিব হাওলাদারের নেতৃত্বে ডালিম, তপন, রাব্বিসহ ২৫-৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ব্রিকসে ঢুকে ইট তৈরি শ্রমিকদের কাজে বাধা দেয়। ব্রিকসের ম্যানেজার জামাল প্যাদা শ্রমিকদের কাজে বাধা দেয়ার কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা লাঠি দিয়ে পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে তাকে গুরুতর আহত করে।

 


আরো সংবাদ



premium cement