২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সোনাগাজীতে প্রতারণা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

-

জমি অধিগ্রহণের টাকা প্রতারণামূলকভাবে উত্তোলন করে আত্মসাৎ করায় সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের ওরফে খাম্বাওয়ালা তাহেরকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। বুধবার রাতে সোনাগাজী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মৃত ছিদ্দুকুর রহমানের ছেলে।
জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে পূর্ববড়ধলী মৌজায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য সরকার এক হাজার একর জমি অধিগ্রহণ করে। জমির খরিদদার নূর আলম গং সৌদি আরব থাকায় জমি বিক্রির তথ্য গোপন করে আবু তাহের ও তার স্ত্রী রাজিয়া বেগম এই জমির মূল্য বাবদ ১৩ লাখ ৮৭ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। বিষয়টি জানার পর সৌদি আরব থেকে দেশে ফিরে নূর আলম টাকা ফেরত চাইলে আবু তাহের দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে তাকে হুমকি দিতে থাকেন। এ ব্যাপারে নূর আলম বাদি হয়ে আবু তাহের ও তার স্ত্রী রাজিয়া বেগমকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement