১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বরিশালে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান

-

বরিশালের ১০ উপজেলার ৫০টি প্রাথমিক, ১০টি মাধ্যমিক বিদ্যালয় আংশিক ও দুটি মাদরাসা ভবন বুলবুলে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্রমতে, বুলবুলের তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে জেলার গৌরনদী উপজেলার উত্তর দিয়াশুর পীর দুদু মিয়া স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা ভবনটি। এতে হুমকির মধ্যে পড়েছে মাদরাসার ২৫০ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন। তবে মাদরাসা ভবন বিধ্বস্ত হওয়ার পরেও খোলা আকাশের নিচে পাঠদান অব্যাহত রেখেছেন শিক্ষকরা।
জানা গেছে, ১৯৮৪ সালে উত্তর দিয়াশুর স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসাটি চালু হওয়ার পর থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দিয়ে আসছেন মাদরাসার ১০ জন শিক্ষক। মাদরাসাটি এলাকার মানুষের দান অনুদানে চললেও ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মাদরাসার টিনসেটের ভবনের ওপর বিশাল আকৃতির দুটি গাছ উপড়ে পড়ে কক্ষগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকে খোলা আকাশের নিচেই পাঠদান শুরু করেছে শিক্ষকরা। মাদরাসাটি চালু রাখতে এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান করেছেন এলাকাবাসী। ধর্মীয় ও সাধারণ শিক্ষা দেয়া এ প্রতিষ্ঠানটি রক্ষায় মাদরাসা শিক্ষকরা স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে জোর দাবি করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য এমপিওভুক্ত হওয়া একই উপজেলার ইল্লার গাইনেরপাড় এলাকার মাদরাসা ভবনও ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। এ নিয়ে মাঠপর্যায়ে কর্মকর্তারা এখনো কাজ চলছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে। তিনি আরো বলেন, আমরা ক্ষতিগ্রস্ত সবাকেই সহায়তা প্রদানের চেষ্টা করছি। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের ঘর নির্মাণের জন্য ঢেউটিন, ত্রাণসামগ্রী ও কম্বল বিতরণ করা হবে।

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল