২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু

-

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার বিকেলে দোয়া মাহফিলের মাধ্যমে স্থানীয সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল মাড়াইকার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে সিবিএ সভাপতি গোলাম কাওছারের সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিৎ কুমার পাল, চিফ অব পার্সোনেল আবুল রফিক, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বাগাতীপড়া উপজেলা চেযারম্যান অহিদুল ইসলাম, লালপুর থানার ওসি সেলিম রেজা, করপোরেশন সদর দফতরের কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী, সাংবাদিক ও সুধীবৃন্দ।
মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, চলতি মৌসুমে মিল এলাকায় ২৪ হাজার একর জমিতে আখের চাষ শুরু হয়েছে। এ বছর আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৮৪ হাজার মেট্রিক টন। এর মধ্যে মাড়াই করা হবে দুই লাখ ৭৬ হাজার মেট্রিক টন।


আরো সংবাদ



premium cement