২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পূর্বধলায় হাতি দিয়ে চাঁদাবাজি

-

নেত্রকোনার পূর্বধলায় অভিনব কায়দায় হাতি দিয়ে চাঁদাবাজি চলছে। এত অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারী ও পূর্বধলা সদর বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। হাতি দিয়ে বাস, ট্রাক, সিএনজি এমনকি মোটরসাইকেল থামিয়ে নেয়া হচ্ছে টাকা। এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার জনগণ।
মঙ্গলবার পূর্বধলা সদরে মধ্যবাজার, থানা রোড, স্টেশন রোড, পূর্বধলা-হোগলা সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির দৃশ্য সবার নজরে পড়ে। দেখা যায় বড় আকৃতির একটি হাতি। পিঠে বসে আছে আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবক। রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শুঁড় উঁচু করে রাখে অনেক সময় গর্জন করে। এতে ভয়ে দোকান মালিক টাকা দিতে বাধ্য হন।
পথচারি রুবেল মিয়া জানান, হাতিকে ১০ টাকা দিতে হবে, কারণ হাতি শুঁড় দিয়ে চেপে ধরছে। ১০ টাকার কম দিলে তা নেয় না। ১০ টাকা দিলে হাতিটি পিঠে বসে থাকা মালিক শুঁড় উঁচিয়ে টাকা দিয়ে দেয়। তার পর অন্য আরেকজনকে আটকে দেয়।
পূর্বধলা বাজারের ব্যবসায়ী সিয়াম জানান, হাতি দোকানের সামনে এসে দাঁড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকতে সাহস পায় না। বিড়ম্বনা এড়াতে দোকান মালিকরা বাধ্য হয়ে টাকা দিয়ে দেন। যাতে হাতি তাড়াতাড়ি দোকানের সামনে থেকে চলে যায়। অন্য দিকে সড়কে চলাচলকারী যানবাহন থামিয়েও টাকা আদায় করছে হাতি। রাস্তায় যানবাহন থামিয়ে দেয়ায় দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। আতঙ্কিত হয় অনেক শিশু। এটা একটা ঠাণ্ডা মাথার চাঁদাবাজি বলে মনে করছে সাধারণ মানুষ।

 


আরো সংবাদ



premium cement

সকল