২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইন্দুরকানীতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

-

ইন্দুরকানীতে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে অপরহণকারীরা। গতকাল সকালে ইন্দুরকানী বাজারের জ্বালানি তেল ব্যবসায়ী হারুন গাজী (৬৫) বাজারের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে সে বাসায় ফিরে না এলে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মোবাইল নম্বরটিও বন্ধ পায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এর মধ্যে বেলা ৩টায় হারুন গাজীর মোবাইল থেকে তার বাসার নম্বরে ফোন করে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে নিখোঁজ ব্যবসায়ীর ছেলে কুদ্দুস গাজী ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ ব্যবসায়ীর ছেলে কুদ্দুস গাজী জানান, আমার বাবা সকালে বাসা থেকে হাঁটতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে দুপুরে আমার বাবার মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করেন। আমার বাবাকে কে বা কারা অপহরণ করেছে তা আমরা জানি না।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান জানান, ইন্দুরকানী বাজারের এক ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement