২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শরণখোলায় দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

-

বাগেরহাটের শরণখোলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কট নিরসনসহ অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে আদর্শ মানবকল্যাণ সোসাইটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অফিস চলাকালীন প্রাইভেট রোগী দেখা, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিজিট করা, অপ্রয়োজনীয় পরীক্ষার নামে অর্থবাণিজ্য, জরুরি বিভাগে অতিরিক্ত অর্থ আদায়, নি¤œমানের ওষুধ লেখা বন্ধসহ ভর্তি রোগীদের সরকারি ওষুধ প্রদান ও সেবা নিশ্চিত করার দাবি জানান।
মাববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তৃতা করেন আদর্শ মানবকল্যাণ সোসাইটির আহ্বায়ক মো: জাহাঙ্গীর শিকদার, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবু জাফর জব্বার, সোসাইটির যুগ্ম-আহ্বায়ক সুরাইয়া আক্তার, ইউপি সদস্য আহম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মাসুম বিল্লাহ, শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শরীফ খায়রুল ইসলাম ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাব্বির আল হাসান।

 


আরো সংবাদ



premium cement