২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

-

আনসার ও ভিডিপির আয়োজনে সারা দেশের মতো নোয়াখালীতে বৃক্ষরোপণ, র্যালি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আনসার ও ভিডিপির অংশগ্রহণে র্যালিটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় জেলার ৯টি উপজেলার আনসার ভিডিপি সদস্যদের মাঝে এক হাজার ৭০০ ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। প্রতি সদস্য নিজ নিজ এলাকায় পাঁচটি করে চারা রোপণ করবেন। চারা বিতরণকালে ৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক আশিষকুমার ভট্টাচার্য বলেন, এ বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুল আফছার চৌধুরী, সার্কেল অ্যাডজুটেন্ট সোহেল রানা সরকারসহ বিভিন্নপর্যায়ের কর্মকর্তারা। নোয়াখালী সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement