২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ থেকে ১৫ টাকা

-

হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম। গত দুই দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারতীয় আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১২ থেকে ১৫ টাকা কমে যায়। বুধবার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আমদানি করা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৩৮ থেকে ৪৪ টাকায় বিক্রি হলেও শনিবার ওই একই পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ থেকে ৩১ টাকা কেজি দরে।
বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নাজমুল হক চৌধুরী জানান, কোরবানি ঈদের পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১৮ থেকে ২০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হলেও বর্তমানে তা বেড়ে প্রতিদিন ৩৫ থেকে ৪০ ট্রাক আমদানি হচ্ছে। আমদানি বাড়ায় দাম কমে এসেছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement