১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ধামইরহাটে প্রতারণার মাধ্যমে বিকাশ হিসাব থেকে টাকা উত্তোলন

-

নওগাঁর ধামইরহাটে এক ব্যবসায়ীর বিকাশ হিসাব থেকে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে। পরপর দুই দফা টাকা উত্তোলন করার বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ধামইরহাট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জানা গেছে, ধামইরহাট পৌরসভার অন্তর্গত দক্ষিণ চকযদু মহল্লার মৃত আবদুল কুদ্দুসের ছেলে বয়লার ব্যবসায়ী মেহেদী হাসানের ব্যবহৃত গ্রামীণ সিমের ০১৭১৮২৫৩২৩৪ নম্বরে বিকাশ হিসাব খোলা হয়। গত ১০ আগস্ট তার বিকাশ হিসাব নম্বরে ১০ হাজার ক্যাশ ইন করা হয়। আগের স্থিতি ৪১৮ টাকাসহ মোট টাকা থাকার কথা ১০ হাজার ৪১৮ টাকা। কিন্তু টাকা উত্তোলন করতে গিয়ে জানা যায় তার বিকাশ হিসাব থেকে ১১ আগস্ট দুপুরে ০১৮৮৭৭০৫০৮৩ এই নম্বরে সমুদয় টাকা সেন্ডমানি করা হয়েছে। গত ২১ আগস্ট তারিখে আবার তার বিকাশ হিসেবে ০১৪১৮৪০৪৫৪ নম্বর থেকে আবার পাঁচ হাজার টাকা রিসিভ করা হয়। পরদিন ২২ আগস্ট তারিখে তার বিকাশ হিসাব থেকে ০১৮৪৯৭৮৯৩৯৪ এবং ০১৭১৮৪০২১৫৩ নম্বরে পাঁচ হাজার টাকা সেন্ডমানি দেখানো হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী মেহেদী হাসান ধামইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নম্বর ৫৩৯। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement