২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ভাতা পেলেন মমেনা

-

নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতা পেয়েছেন মমেনা বেওয়া (৬৫)। গত বুধবার বিকেলে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমেনা বেওয়ার ভাতার ব্যবস্থা করেন।। মমেনা বেওয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামের মৃত কপুর উদ্দিনের স্ত্রী।
গত ২০ আগস্ট নয়া দিগন্ত পত্রিকায় ‘ফুলবাড়ীতে মমেনা বেওয়ার ভাগ্যে জোটেনি বিধবা ভাতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। পরে খোঁজ খবর নিয়ে মমেনা বেওয়ার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেন তারা।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে মমেনা বেওয়ার হাতে বয়স্ক ভাতার বই ও তিন মাসের ভাতা বাবদ ১ হাজার ৫০০ টাকা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও নির্বাহী কর্মকর্তা মোছা: মাছুমা আরেফিন।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার জানান, গরিব অসহায় মমেনা বেওয়ার সংবাদটি দেখে খোঁজ নিতে লোক পাঠাই। পরে তাকে ডেকে এনে আপাতত বয়স্ক ভাতার কার্ড দেয়ার ব্যবস্থা করি। পরে বরাদ্দ এলে তাকে সরকারি ঘর করে দেয়া হবে।


আরো সংবাদ



premium cement