১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ভাণ্ডারিয়ায় ট্রাকভর্তি ৪০০ বস্তা ভিজিডির সরকারি চাল আট

-

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ট্রাকভর্তি ৪০০ বস্তা সরকারি চাল আটক করা হয়েছে। এ সময় ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃত ওই চাল ভিজিডি ও ভিজিএফের চাল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, স্থানীয় পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কালোবাজারি চাল ব্যবসায়ী মো: হেমায়েত হোসেন ওই সব চাল এর আগে ভাণ্ডারিয়া বন্দরের সৌদিয়া বর্ডিং মার্কেটের নিচে একটি কক্ষে গোপনে গুদামজাত করেন। পরে গত বুধবার রাত ১০টার দিকে ওই চাল ভুবনেশ্বর ব্রিজসংলগ্ন স্থান থেকে খুলনা পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০৮৮৯৮) ভর্তি করছিল। এ সময় স্থানীয়রা ওই চালসহ ট্রাকটি আটক করেন। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ওই চালসহ ট্রাকটিকে জব্দ করে থানায় রাখেন। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল আলম বলেন, চালগুলো সরকারি কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি চাল হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভাণ্ডারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান চাল আটকের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপারের নির্দেশে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মো: মেজবা কবির রুবেল জানান, আটককৃত ওই সব চাল সরকারি কি না, তা জানা নেই। কেননা চালগুলো কোনো সরকারি বস্তায় নয়, সাধারণ বস্তায় ভর্তি রয়েছে।


আরো সংবাদ



premium cement