২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু : দু’জনকে সাসপেন্ড

-

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্ব অবহেলার কারণে দু’জনকে বদলি করা হয়েছে। গত ১০ আগস্ট রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থানা যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম (৪৫) বুকের ব্যথা নিয়ে আসেন। কিন্তু জরুরি বিভাগের প্রধান গেট বন্ধ ও চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলে ঘুমিয়ে পড়ার কারণে ডাকার দেখার আগে রবিউল ইসলাম মারা যান। পরে জরুরি বিভাগের সামনে মাটিতে খোলা আকাশের নিচে তার লাশ রাখা হয়। বিষয়টি নিয়ে রবিউলের পরিবার ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করতে থাকে। এ ঘটনার প্রতিবাদে গত ১৮ আগস্ট উপজেলা পরিষদের সামনে এলাকার সচেতন যুবসমাজের আয়োজনে দোষীদের শাস্তির দাবিতে এক স্বতঃস্ফূর্ত কর্মসূচি পালিত হয়। বিষয়টি নিয়ে গত ১৯ আগস্ট জেলা সিভিল সার্জন কর্র্তৃক গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত সম্পন্ন করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করার পর জেলা সিভিল সার্জন ডা: মুমিনুল হকের প্রেরিত পত্রের মাধ্যমে প্রশাসনিক কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান হোসেন রাজুকে নওগাঁ সদর হাসপাতালে এবং অফিস সহায়ক সাগর ইসলামকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement