২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আটোয়ারীতে চুরি হওয়া ২১টি ল্যাপটপ উদ্ধার : ৭ চোর আটক

-

পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের চুরি হওয়া ২১টি ল্যাপটপ ও একটি মনিটরসহ সঙ্ঘবদ্ধ চোরচক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের আটোয়ারী ও পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো আটোয়ারী উপজেলা সদরের ছোটদাপ গ্রামের তফিজউদ্দীনের ছেলে সাইদুল ইসলাম (২১), একই উপজেলার ছোটদাপ গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল হাসান নাইস (১৯), ছোটদাপ গ্রামের আইয়ুব আলীর ছেলে ওমর ফারুক পারভেজ (২২), ছোটদাপ গ্রামের হামিদুল ইসলামের ছেলে হাসানুর রহমান লাজু (১৯), আটোয়ারীর নলপুকুরী গ্রামের ফাইমুদ্দীনের ছেলে অটোচালক লুৎফর রহমান মানিক (৩০), ঠাকুরগাঁও সদরের রহিমানগর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস রয়েল (৪০) ও একই গ্রামের নুর ইসলামের ছেলে মো: রাশেদ (১৯)। গত ১৫ আগস্ট পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট স্কুলের কম্পিউটার ল্যাব থেকে রাতে ২১টি ল্যাপটপ ও ১টি মনিটর চুরি হয়। এ ব্যাপারে আটোয়ারী থানায় স্কুল কর্তৃপক্ষ একটি চুরির মামলা দায়ের করে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে আটোয়ারীতে অভিযান চালিয়ে ছোটদাপ গ্রামের সাইদুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করে।


আরো সংবাদ



premium cement