২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নান্দাইলে হাতকড়াসহ আসামির পলায়ন : গ্রেফতার ৬

-

ময়মনসিংহের নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার গ্রাম থেকে অপহরণ মামলার আসামি গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। অপহরণকারী ও তার লোকজন পুলিশের ওপর হামলা করে।
ভাটিসাভার গ্রামের আবুল কাশেমের ছেলে আলমগীর হোসেন (২৪) শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ঝালুয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে রূপা আক্তারকে (১৬) বাড়ি থেকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক দুলাল মিয়া নান্দাইল মডেল থানায় অভিযোগ করেন। দিবাগত রাত সোয়া ১১টায় নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) আবুল হাসেম সঙ্গীয় ফোর্স নিয়ে ভাটিসাভার গ্রামে আলমগীরের বাড়ি ঘেরাও করে ভিকটিম ও আলমগীরকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। সুযোগ পেয়ে আলমগীর হাতকড়াসহ ভিকটিমকে নিয়ে পালিয়ে যায়। হামলায় পুলিশের সাথে ধস্তাধস্তিতে এসআই আব্দুস ছাত্তার, কনস্টেবল আল কাইয়ুম, ওমর আলী ও পারুল আক্তার আহত হন। আহতদের নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাসহ ৬ জনকে আটক করেছে। তারা হলো তানভীর, সাইফুল, নূরুল ইসলাম, সমিলা বেগম, মঞ্জুরা বেগম ও রেহেনা বেগম। আটক মঞ্জুরা বেগমের সাথে তার ২ মাসের শিশু সন্তানটিও থানাহাজতে রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই আব্দুস ছাত্তার বাদি হয়ে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন।

 


আরো সংবাদ



premium cement