২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পরিবহনে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় শিবালয়ে দুই লক্ষাধিক টাকা জরিমানা

-

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের জিম্মি করে অধিক ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরিচা ও পাটুরিয়া ঘাট থেকে ভ্রাম্যমাণ আদালত গত তিন দিনে দুই লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে।
জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবালয় ইউএনও এ এফ এম ফিরোজ মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ঈদের পর গত বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই লাখ ২১ হাজার পাঁচশত টাকা আদায় করে। এ ছাড়া এক চালককে সাত দিনের কারাদণ্ড প্রদান করে।
আরিচা ও পাটুরিয়া ঘাট থেকে ঢাকামুখী যাত্রীবাহী নীলাচল, সেলফি, হিমাচল, শুভযাত্রা, লাক্সারি, এনএনবি, যাত্রীসেবা, পদ্মা, স্বপ্না পরিবহনসহ পিক-আপ ও ট্রাকে যাত্রীবহনের সময় বাড়তি ভাড়া আদায়, লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি ও নির্দেশনা অমান্যকারীদের এ দণ্ড প্রদান করা হয়।
ইউএনও জানান, যাত্রী হয়রানি ও বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।

 


আরো সংবাদ



premium cement