২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বাগাতিপাড়া ও চৌগাছায় সাপে কেটে ২ জনের মৃত্যু

-

সাপে কেটে নাটোরের বাগাতিপাড়ায় এক শিশু ও যশোরের চৌগাছায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা জানান,নাটোরের বাগাতিপাড়ায় সাপের দংশনে ইসমা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার লোকমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমা খাতুন লোকমানপুরের চিথলিয়া গ্রামের কৃষক ইসলাম আলীর মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাবা-মার সাথে ছাপরা ঘরের শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে শিশু ইসমা খাতুন। গভীর রাতে বিষধর সাপ তাকে দংশন করে। সে সময় শিশুটি সাপ দেখে বাবা-মাকে জানালেও তারা অন্য কিছুতে কামড় দিয়েছে ভেবে গুরুত্ব দেননি। পরে মেয়ের অবস্থা খারাপের দিকে গেলে ঘর খুঁজতে গিয়ে সাপ বের হয়ে যেতে দেখতে পান। এরপর শনিবার সকাল পৌনে ৬টার দিকে ইসমাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় বিষধর সাপের কামড়ে ফাতিমা বেগম (৬১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
রামকৃষ্ণপুর গ্রামে মেম্বর তারিক হাসান বাবুল জানান, গত শুক্রবার রাতে আবদুল হাকিমের স্ত্রী ফাতিমা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে একটি বিষধর সাপ তাকে দর্শন করে। তিনি মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় তিনি পুড়াপাড়া নামক স্থানে মারা যান।তার পরিবারের লোকজন জানান, আমরা সাপটিকে দেখতে পেরেছি, কিন্তু মারতে বা ধরতে পারেনি। গ্রামবাসী বলেন, বর্ষাকাল হওয়ায় গ্রাম এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল