১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নেত্রকোনা-ঢাকা মহাসড়কে গলাকাটা ভাড়া আদায়

-

ঈদকে কেন্দ্র করে নেত্রকোনা-ঢাকা ভায়া ময়মনসিংহ সড়কে যাত্রীদের জিম্মি করে গলাকাটা ভাড়া আদায়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এমনকি মাঝপথে বাস থামিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে জোর করে কয়েকগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঈদের সপ্তাহখানেক আগে থেকেই পরিবহন সেক্টরের সমস্ত প্রটোকল ভেঙে ও প্রশাসনের আদেশ অমান্য করে বাস মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সিন্ডিকেট সম্মিলিতভাবে গলাকাটা ভাড়া আদায় করায় যাত্রীসহ সর্বসাধারণের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ঈদকে কেন্দ্র করে গত ২ আগস্ট থেকে নেত্রকোনা-ঢাকা ভায়া ময়মনসিংহ সড়কপথে এই নৈরাজ্য শুরু হয়। ওই দিন শুক্রবার বিকেলে নয়া দিগন্তের নেত্রকোনা সংবাদদাতা তার এক বন্ধুকে নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনায় ফেরার পথে পাটগুদাম মোড়ের নেত্রকোনাগামী গেইট লক বাসের টিকিট কাউন্টারে অপেক্ষা করতে থাকেন। সেখানে প্রচণ্ড ভিড়ের মধ্যে ৫৫ টাকার টিকিট ১১০ টাকা করে আদায় করার কারণে পাশের সিএনজি স্ট্যান্ডে যান। সেখানে ৭০ টাকার ভাড়া ২০০ টাকা করে আদায় করায় সেখান থেকেও ফিরে যান। প্রায় দেড় ঘণ্টা ছোটাছুটি করার পর আবারো সিএনজি স্ট্যান্ডে ফিরে যান। কিন্তু এবার ভাড়া দাবি করা হয় ৩০০ টাকা করে। এর ঘণ্টাখানেক পর থেকে ৪০০ টাকা করে আদায় করা হয় বলে ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন। তাই সেখান থেকেও বিমুখ হয়ে শম্ভুগঞ্জ ব্রিজের মাথায় অসহায়ের মতো বাসের জন্য অপেক্ষা করতে হয়। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর জনপ্রতি ১০০ টাকা ভাড়ায় নেত্রকোনাগামী ভাটি বাংলা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে (ময়মনসিংহ-ব ১১-০০-৭০) অপেক্ষমাণ সব যাত্রী উঠে পড়ে। অতি ধীরগতিতে বাসটি চলার পর চায়না মোড়ে ঘুরিয়ে বাসটির স্টার্ড বন্ধ করে দেয়া হয়। যাত্রীরা এর কারণ জানতে চাইলে বলা হয় বাস যাবে না। এরপর যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ৫৫ টাকার স্থলে ১০০ টাকার চুক্তিতে যাত্রী উঠানো হলেও মাঝপথে ২০০ টাকা করে আদায় করা হয়।
এ ছাড়া ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে নেত্রকোনাগামী গেইট লকের ২৫০ টাকার ভাড়া ৭০০ টাকা করে আদায় করা হয়। ঈদের চার দিন পেরিয়ে গেলেও ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে একই কায়দায় ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করে। এ বিষয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদব আলী বলেন, ঈদ উপলেক্ষে নেত্রকোনা থেকে গেইট লকের ভাড়া ২৫০ টাকার স্থলে ৩০০ টাকা নেয়া হচ্ছে সত্য, কিন্তু ঢাকা থেকে কি হারে ভাড়া আদায় করা করা হচ্ছে তা আমার জানা নেই।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল