২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নবীনগরে সেচ প্রকল্পের ঝুলন্ত তারে বিদ্যুৎ স্পৃষ্টে জেলের মৃত্যু

-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি বাজার সংলগ্ন পাগলী নদীর ওপর পল্লীবিদ্যুতের সেচ প্রকল্পের ঝুলন্ত তারে স্পর্শে লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত মনির হোসেন আশুগঞ্জ উপজেলার চরলালপুর গ্রামের মৃত রহিছ মিয়ার ছেলে।
জানা যায়, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি বাজার থেকে পাগলী নদীর ওপর দিয়ে একই উপজেলার গৌরনগর চরে সেচ প্রকল্পের জন্য ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন টানে পল্লী বিদ্যুৎ সমিতি। বর্তমানে ভরা বর্ষার ফলে নদীর পানির সাথে বৈদ্যুতিক লাইনের উচ্চতা মাত্র পাঁচ ফুটে নেমে এসেছে। প্রতিদিনের মতো মনির হোসেন অন্য জেলেদের সাথে ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক লাইন পার হওয়ার সময় হাতের বাঁশের ছৈরটি হাই ভোল্টের তারে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকার ওপর ঢলে পড়েন। অন্য জেলেরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বর্ষায়ও ওই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement