২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

এ কেমন শাসন নাজিরপুরে শিক্ষকের কলমের আঘাতে ছাত্রের চোখ নষ্ট

-

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩৩ নম্বর মধ্য কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর আল মামুন (৯) নামের এক ছাত্রকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সাইফুল ইসলাম খোকন কলম দিয়ে আঘাত করায় বাম চোখের জ্যোতি নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ৭ জুলাই বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। আল মামুনের বাবা জানান, আল মামুন লেখার খাতা না দিলে তাকে টেবিলের কাছে ডেকে নিয়ে চড় থাপ্পড় মারার একপর্যায়ে বাম চোখে কলম দিয়ে খোঁচা মারেন ওই শিক্ষক। সাথে সাথে ছাত্র আল মামুন অজ্ঞান হয়ে পড়লে তাকে ওই শিক্ষকের সহযোগিতায় বাড়িতে পৌঁছে দেয়া হয়। কিন্তু রাতে ছাত্রের বাম চোখ ফুলে ওঠে এবং সারা রাত যন্ত্রণায় চিৎকার করতে থাকে। পরের দিন নেছারাবাদ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মো: রেজাউল হকের কাছে আল মামুনকে চিকিৎসা করার পরেও বাম চোখে মোটেও দেখতে পায় না মামুন। ওই শিক্ষক কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে এলাকায় ঝড় উঠেছে।
অসহায় আল মামুনের মা মাকছুদা বেগম ছেলের চোখ নষ্ট হওয়ার বিচারের জন্য বাদি হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৫ জুলাই মামলা দায়ের করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আতিকুর রহমান জুয়েল বলেন, বিষয়টি এইমাত্র জানলাম। ছাত্রের কোনো অভিভাবক আমাকে জানায়নি। যদি কোনো হুকুম বা আদেশ ওই শিক্ষকের বিরুদ্ধে আসে তখন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব।


আরো সংবাদ



premium cement