১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে এইচএসসি পরীক্ষায় সেরা সারদা সুন্দরী মহিলা কলেজ

-

এবারের এইচএসসি পরীক্ষায় পরিদপুর সদরে সবচেয়ে ভালো ফল করেছে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ। অন্য দিকে সবচেয়ে খারাপ ফল করেছে বাখুণ্ডা কলেজ।
ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিষয়ে এক হাজার ৬০৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৬৮ জন। পাসের হার ৮৫ দশমিক ০২ ভাগ। জিপিএ ৫ পেয়েছেন ৫১ জন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, আমরা সব শিক্ষার্থীকে গভীর নজরদারির মধ্যে রেখেছে। যারা বার্ষিক পরীক্ষায় খারাপ করেছে তখন তাদের অভিভাবকদের ডেকে এনে বিষয়টি বলেছি যাতে তারা মেয়েদের পড়ার ব্যাপারে নজর রাখতে পারেন। এভাবে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত চেষ্টায় এ সাফল্য আমরা অর্জন করেছি।
সরকারি রাজেন্দ্র কলেজ মোট ৮৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭১৬ জন। পানের হার ৮৩ দশমিক ০৬। জিপিএ ৫ পেয়েছেন ৪৫ জন।
ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজে থেকে পরীক্ষা দিয়েছে এক হাজার ৭৯৫ জন। পাস করেছেন এক হাজার ২৪০ জন। পাসের হার ৬৯ দশমিক ০৮। জিপিএ ৫ পেয়েছেন তিনজন।
ফরিদপুর মুসলিম মিশন কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৩৬১ জন। পাস করেছেন ১৮৪ জন। পাসের হার ৫০ দশমিক ৯৭। ফরিদপুর ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেন কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন ৫৫০ জন। পাস করেছেন ২২০ জন। পাসের হার ৪০।
ফরিদপুর সিটি কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন ৩৩৪ জন। পাস করেছে ১৪৮ জন। পাসের হার ৪৪ দশমিক ৩১।
আলহাজ আবদুল খালেক কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন ২৭৩ জন। পাস করেছে ৮০ জন। পাসের হার ২৯ দশমিক ৩০। বাখুণ্ডা কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন ১০৩ জন। পাস করেছেন ২৩ জন। পাসের হার ২২ দশমিক ৩৩।

 


আরো সংবাদ



premium cement
মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী

সকল