১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

রাঙ্গুনিয়া পৌরসভার সাড়ে ২১ কোটি টাকার বাজেট ঘোষণা

-

রাঙ্গুনিয়া পৌরসভার ২০১৯-২০ সালের ২১ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৯৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত রোববার পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র আলহাজ মো: শাহজাহান সিকদার বাজেট পেশ করেন।
২০১৯-২০ সালের রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা, রাজস্ব ব্যয় ২ কোটি ৭ লাখ ৮৫ হাজার টাকা এবং রাজস্ব সমাপনী স্থিতি ৪৩ লাখ ৭৫ হাজার টাকা ও সরকার থেকে উন্নয়ন তহবিল আয় ১৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার ৭৩১ টাকা, উন্নয়ন তহবিল হতে সরকারি মঞ্জুরি বাবদ ব্যয় ১৭ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা ধরে মোট আয় ২১ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৯৯০ টাকা, সর্বমোট ব্যয় ১৯ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ২ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৯৯০ টাকা।
বাজেট পেশকালে পৌরসভা মেয়র আলহাজ মো: শাহজাহান সিকদার পৌরবাসীর কাছে কর ট্যাক্স পরিশোধ করার আহ্বান জানিয়ে বলেন, আধুনিক নগরায়ন গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় গত সাড়ে তিন বছরে ১৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাওয়া গেছে। ৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে পৌর অডিটোরিয়াম নির্মাণ প্রকল্পের কাজ ৮০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌরসভা সচিব মোহাম্মদ আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, রাজানগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামশুল আলম তালুকদার, কাউন্সিলর মোহাম্মদ সেলিম, কাউন্সিলর মো: জালাল উদ্দিন, কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলাম জিগার।


আরো সংবাদ



premium cement