২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুঠিয়ার দুই ইউপিতে নির্বাচন ২৫ জুলাই

-

আগামী ২৫ জুলাই রাজশাহীর পুঠিয়া উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন দু’টি হলো ১ নম্বর পুঠিয়া সদর ইউনিয়ন ও ৬ নম্বর জিউপাড়া ইউনিয়ন। এ দু’টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩০ জুন। এই দিন বিকেল ৫টার মধ্যে পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পুঠিয়া ১ নম্বর সদর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে ৩৬টি ভোটকক্ষে ৫ হাজার ৭৪৪ জন পুরুষ ও ৫ হাজার ৮৭১ জন নারী ভোটার রয়েছেন। আর ৬ নম্বর জিউপাড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রে ৭২টি ভোটকক্ষে ১১ হাজার ৪৪০ জন পুরুষ ও ১১ হাজার ৪৯১ জন নারী ভোটার ভোট দেবেন।


আরো সংবাদ



premium cement