২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চুয়াডাঙ্গার হাসনহাটিতে দুই পরিবারের সংঘর্ষ কৃষক নিহত

-

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামে হেদায়েত মণ্ডল (৪৮) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্ববিরোধের জের ধরে গত বুধবার রাতে এ হামলা চালানো হয় নিহত হেদায়েত মণ্ডল হাসনহাটি গ্রামের মৃত পুটে মণ্ডলের ছেলে। এ ঘটনার পর ওই গ্রামে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামে একটি ইটভাটা নির্মাণকে কেন্দ্র করে ওই গ্রামের হেদায়েত মণ্ডল ও কাদের আলীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত বুধবার রাতে হেদায়েত মণ্ডলের ছেলে আক্তারের সাথে কাদের আলীর ভাগ্নে শাহীনের কথাকাটাকাটি হয়। এ ঘটনার একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হেদায়েত মণ্ডল আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: জাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী মামুন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হেদায়েত মণ্ডলের ছেলে আক্তার মোটরসাইকেল নিয়ে গ্রামের তিনরাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এর পাশ দিয়ে ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন কাদের আলীর ভাগ্নে শাহীন। এ সময় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে আক্তার ক্ষিপ্ত হয়ে শাহীনকে চড়-থাপ্পড় মারেন। এরপর এ ঘটনার জের ধরে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: জাকির হোসেন বলেন, ‘আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনার পর হাসনহাটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে হামলাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।


আরো সংবাদ



premium cement
গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল