১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঝিকরগাছা হাসপাতালের ৯২ পদের ৪১ টিই শূন্য চিকিৎসাসেবায় ভোগান্তি

-

যশোরের ঝিকরগাছা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের বেহালদশা। স্বাস্থ্য কমপ্লেক্সে ৯২টি পদের মধ্যে ৪১টি পদই শূন্য। ডাক্তার নেই, নার্স নেই, কর্মকর্তা-কর্মচারী নেই, অফিসসহায়ক নেই, শুধু নেই আর নেই।
সরেজমিন ঝিকরগাছা হাসপাতালে গিয়ে দেখা গেছে এর বেহালদশার চিত্র। জরুরি বিভাগ ছাড়াই প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ শতাধিক রোগী দেখতে হচ্ছে সেখানকার চিকিৎসকদের। কিন্তু প্রযোজনীয় চিকিৎসক না থাকায় রোগী দেখতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরতদের। প্রত্যেক চিকিৎসকের কক্ষের সামনে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
৫০ শয্যা এই হাসপাতালে ১১ জন ডাক্তারের স্থলে কর্মরত আছেন মাত্র সাতজন। আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও), জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (শিশু) এ চারটি পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া নার্সিং সুপারভাইজার পদে ১টি, সিনিয়র স্টাফ নার্সের ১টি, পুষ্টিবিদের ১টি, ক্যাশিয়ার ১টি, অফিস সহকারী-কাম মুদ্রাক্ষরিক ২টি, মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) ১টি, মেডিক্যাল টেকনোলজিস্টের (ফার্মাসিস্ট) ২টি, স্টোর কিপারের ১টি, সহকারী সেবকের (সেবিকা নার্স) ১টি, স্যাকমোর ১টি, স্বাস্থ্য পরিদর্শকের ৩টি, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের ৪টি, স্বাস্থ্য সহকারীর ১৭টি পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। ইতোমধ্যে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ও সহকারী-কাম-হিসাব রক্ষক এ দু’জনের বদলি আদেশ হলেও ওই পদে লোক না থাকার কারণে তাদের ছাড়পত্র দেয়া হয়নি বলে হাসপাতালে কর্মরত পরিসংখ্যানবিদ মাহাবুবুল হক জানান। সবমিলে হাসপাতালে ৯২ জনবলের মধ্যে আছে ৫১ জন। চতুর্থ শ্রেণীর কর্মচারী ১৯ জনের মধ্যে আছে ১১জন। ফলে ঝিকরগাছায় ৫০ শষ্যা বিশিষ্ট্য হাসপাতালে চিকিৎসা দরুণভাবে ব্যাহত হচ্ছে। সে কারণে সাধারণ রোগীরা হাসপাতাল থেকে মুখ ফিরিয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। আর গরিব, অসহায়, প্রতিবন্ধী রোগীরা অর্থাভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতালে ডাক্তারসহ জনবল কম থাকায় স্বাস্থ্যসেবা দিতে কর্তব্যরত চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। যত কঠিন রোগ হোক না কেন কর্তব্যরত চিকিৎসকেরায় তার চিকিৎসা দেয়ার চেষ্টা করছেন। চিকিৎসা নিতে আসা উপজেলার হাড়িয়দেয়াড়া গ্রামের গুলজান বিবি বলেন, ডাক্তার কম থাকায় দু’ঘণ্টা ধরে লইনে দাঁড়িয়ে তারপর সিরিয়াল পেয়েছি।
এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শরিফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবার মান অনেক ভালো। সে কারণে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে জনবল কম থাকায় সাময়িক অসুবিধার মধ্যে রয়েছেন, অচিরেই এ অবস্থা কেটে যাবে।
ডাক্তার-কম থাকায় প্রতিদিন গড়ে একশ’রও বেশি রোগীকে চিকিৎসা দিতে হয় বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন।
এভাবে চলছে ঝিকরগাছা হাসপাতালের চিকিৎসাসেবা। ঝিকরগাছা হাসপাতালে উন্নত চিকিৎসা পাওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

 


আরো সংবাদ



premium cement
বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা

সকল