২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মুক্তাগাছায় ১১৪ বস্তা ভিজিডির চাল জব্দ

-

ময়মনসিংহের মুক্তাগাছার ৯ নম্বর কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১১৪ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান ইফতেখার রসুল চৌধুরী ওরফে সুমন চৌধুরীর হেফাজতে থাকা চাল জব্দ করেন।
মহিলাবিষয়ক কর্মকর্তা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের ৩০৩ জন সুবিধাভোগী অতিদরিদ্র ভিজিডি কার্ডধারীদের মধ্যে ৯০ কেজি করে তিন মাসের চাল বিতরণ করা হয়। সেখানে প্রতিটি ৩০ কেজি ওজনের ১১৪ বস্তা চাল বিতরণ না করে পাচারের উদ্দেশ্যে রেখে দেয়া হয়। চালগুলো পাচারের সুযোগ না পাওয়ায় বস্তাগুলো ইউপি চেয়ারম্যানের হেফাজতে ইউপি ভবনের একটি কক্ষে রেখে দেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মহিলাবিষয়ক কর্মকর্তা অভিযান চালিয়ে ওই চাল জব্দ করেন।


আরো সংবাদ



premium cement