১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ভূরুঙ্গামারীতে ৭০ বছরের বৃদ্ধার ভাতার টাকা ছিনতাই

-

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক প্রায় ৭০ বছরের বৃদ্ধার বিধবা ভাতার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত আ: ছামাদের স্ত্রী সোনাভান বেওয়া গত বুধবার উপজেলা পরিষদ চত্বরের সমাজসেবা কার্যালয় থেকে তিন মাসের বিধবা ভাতা বাবদ পনের শ’ টাকা পান। এ সময় সাদা জামা গায়ে দেয়া এক ব্যক্তি তার বিধবা ভাতার বইটি দেখতে চায়। ভাতা বই দেখার এক পর্যায়ে সেই ব্যক্তি সোনাভান বেওয়াকে বলেন, টাকাগুলো দেন বইয়ের ভেতরে রেখে দেই তাহলে আর হারাবে না। সহজ সরল সোনাভান বেওয়া ওই ব্যক্তির হাতে টাকা দিলে সহায়তার আশ্বাস দেয়া সেই ব্যক্তি সোনাভান বেওয়ার ভাতা বই ফেরত দিয়েছে ঠিকই কিন্তু টাকা আর ফেরত দেয়নি। ভাতার পনের শ’ টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বিধবা বৃদ্ধা কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানাজানি হয়। সোনাভান বেওয়ার বর্তমান বয়স প্রায় ৭০ বছর। স্বামী ও পুত্র মারা যাওয়ায় বৃদ্ধা সোনাভান বেওয়া মেয়ে জামাই হাকিমের বাড়িতে বসবাস করছেন।
এলাকার সচেতন মহলের অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে।


আরো সংবাদ



premium cement