২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নান্দাইলে সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

-

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ফের স্থাপনা নির্মাণ করছে অবৈধ দখলদাররা। অবৈধ স্থাপনা উচ্ছেদের এক মাস যেতে না যেতেই দখলদাররা সওজ কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখলকৃত জায়গায় দোকান ঘর নির্মাণ করে। নান্দাইল চৌরাস্তায় সড়ক ও জনপথ বিভাগের প্রায় ২৮ একরের উপরে সম্পত্তি রয়েছে যার বেশির ভাগ জায়গা বেদখল হয়ে গিয়েছিল। সরেজমিন দেখা যায়, এবার রাস্তা না ঘেঁষে ২৫ ফুট দূরেই ঘরগুলো স্থাপন করা হচ্ছে। প্রথমে খোলা মাঠে বসলেও, পরে ত্রিপল দিয়ে সামিয়ানা টানিয়ে ব্যবসায় করে। একপর্যায়ে অনেকেই পাকা, সেমিপাকা ঘর স্থায়ীভাবে নির্মাণ করে ব্যবসায় পরিচালনা করে। জানা যায়, সওজের জায়গায় ঘর উঠানোর পেছনে এলাকার প্রভাবশালী মহলের হাত রয়েছে। প্রতিটি ঘর মোটা অঙ্কের সিকিউরিটিসহ ভাড়া দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভাড়াটিয়া জানান, ‘আমরা ব্যবসায় নিয়ে কোথায় যাব? পূর্বের সিকিউরিটি বাদ দিয়ে পুনরায় সিকিউরিটি দিতে হচ্ছে। এতে করে লাভবান হচ্ছে দখলদাররা। খুররম, সালাম, আবুসহ অনেকেরেই পুনরায় স্থাপনা নির্মাণ করতে দেখা গেছে। উল্লেখ্য, গত ৮ ও ৯ এপ্রিল সওজ কিশোরগঞ্জ বিভাগ দুই দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কিশোরগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম জানান, আবার ঈদের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং দুই-একদিনের মধ্যে দখলদারদের নামে থানায় মামলা করা হবে। এরপরও সওজের জায়গায় অবৈধ ঘর নির্মাণ করলে দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement