২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নেসকো কর্তৃপক্ষের অবহেলায় প্রাণ গেল কৃষকের

-

বগুড়ার শেরপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অবহেলার কারণে গতকাল দুপুরে খানপুর মধ্যপাড়া গ্রামে ইদ্রিস আলী ঘোতা (৪০) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর ম্যধপাড়া গ্রামে বিদ্যুতায়নের জন্য জমির মধ্যে দিয়ে পোঁতা খুঁটি সোজা রাখার জন্য টানা দেয়া হয়। গত শুক্রবারের ঝড়ে সঞ্চায়িত বিদ্যুতের তার টানা তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়। সোমবার দুপুর ২টায় খানপুর মধ্যপাড়া গ্রামের কয়েকজন কৃষক টানা তারের পাশে ধান কাটছিল। এ সময় মৃত নায়েব আলীর ছেলে মো: আলম সাথে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একই গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে ইদ্রিস আলী ঘোতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে অন্য কৃষকরা তাকে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement