২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফিলিস্তিনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বারি পরিদর্শন

-

ফিলিস্তিনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল গত বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেনÑ প্যালেস্টিনিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (পিকা) মহাপরিচালক ইমাদ এম এম জুহাইরি, পিকা’র বাংলাদেশ বিষয়ক প্রধান ইহসান এস কে আবুআরব, কৃষি বিশেষজ্ঞ ইমাদ কে এন ঘানামেহ, কৃষি বিশেষজ্ঞ আলী এ এ আলকাম এবং কৃষি বিশেষজ্ঞ ইমাদ এস এল ঈদ।
দুই দিনের সফরের দ্বিতীয় দিনে প্রতিনিধি দলটি বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের হাইড্রোপনিক, ফ্লোরিকালচার, ফ্রুট অরচার্ড, বায়োটেকনোলজি ল্যাব, গ্রিন হাউজ, উদ্ভিদ প্রজনন ল্যাব, এরোপনিক ল্যাব, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, টক্সিকোলজি ল্যাব, আইপিএম ল্যাব, পোস্ট হারভেস্ট প্রসেসিং ল্যাব ও ফার্ম মেশিনারি ল্যাবসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এর আগে প্রতিনিধি দলটি বারির গাজীপুরের সদর দফতরে পৌঁছলে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ ও পরিচালকসহ বিভাগীয় প্রধানরা তাদের স্বাগত জানান। পরে মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বৈঠকে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন মহাপরিচালক মহোদয়ের দফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এ সময় ফিলিস্তিনের কৃষির বিভিন্ন দিক তুলে ধরেন পিকার মহাপরিচালক ইমাদ এম এম জুহাইরি।
এ সময় অন্যান্যের মধ্যে বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. বাবু লাল নাগ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এ কে এম শামছুল হকসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement