২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কালিয়াকৈরে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্র্ণ

-

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন আজ। তৃতীয় পর্বে অনুষ্ঠেয় এ নির্বাচনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্র্ণ বলে দাবি ভোটারদের। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলে ভোটাররা শঙ্কা প্রকাশ করেছেন।
একদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, অপর দিকে দলের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার। তবে আজ ভোটের দিন সাধারণ ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা বিরাজ করছে। ইতোমধ্যে আন্দারমানিক, মেদিসহ কয়েক স্থানে নির্বাচনী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন কমিশন আয়োজিত উপজেলা নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ১২৬টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র নিয়ে তাদের মধ্যে শঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে সফিপুর সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌচাক আদর্শ বিদ্যানিকেতন, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালেক চৌধুরী মেমোরিয়াল গার্লস স্কুল, জেনিথ পিএল কিন্ডারগার্টেন, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিনাবহ প্রাথমিক বিদ্যালয়, মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়, চান্দরা পল্লীবিদ্যুৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোর্ডমিল আইডিয়াল স্কুল, কালামপুর আন্দারমানিক আব্দুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঙ্গুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়ি এবাদিয়া দাখিল মাদরাসা, আষাড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নামাশুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারবারিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেওড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লস্করচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়িয়া আক্কেল আলী কেন্দ্র, সাটুরিয়া সোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌচাক ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্র।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, উপজেলার ১২৬টি কেন্দ্রের মধ্যে যে যেসব কেন্দ্র গুরুত্বপূর্র্ণ সেগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। কোনোভাবেই যাতে ভোট প্রদানে সমস্যা সৃষ্টি না হয় সে জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে বিশেষ নজরদারীসহ যাতে ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারেন সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

 


আরো সংবাদ



premium cement

সকল