২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

লোহাগাড়া উপজেলা নির্বাচন স্থগিত

-

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লোহাগাড়া উপজেলা নির্বাচনের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিতকরণসংক্রান্ত নির্বাচন কমিশনের একটি চিঠি শুক্রবার লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।
জানা গেছে, মনোনয়নপত্র বাছাইকালে উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক পেয়ারুর মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনের এই আদেশের বিরুদ্ধে মাহমুদুল হক পেয়ারু হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। গত ৭ মার্চ সেই রিটের ভিত্তিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের বাতিল আদেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। ফলে মাহমুদুল হক পেয়ারু প্রার্থিতা ফিরে পান এবং মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পান।
হাইকোর্টের ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরুদ্ধে আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম ছলিমুদ্দিন খোকন চৌধুরী সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন। গত ১৯ মার্চ চেম্বার আদালত শুনানিক্রমে হাইকোর্টের ৭ মার্চের আদেশটি স্থগিত করেন।

 


আরো সংবাদ



premium cement