১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

  শৈলকুপায় লড়াই হবে শেয়ানে শেয়ানে

-

আগামীকাল ২৪ মার্চ শৈলকুপা উপজেলা নির্বাচন। নির্বাচনে লড়াই হবে শেয়ানে শেয়ানে। প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সেই সাথে নানা উন্নয়নমূলক কাজ করাসহ ভোটারদের বিভিন্ন সুবিধা দেয়ার আশ্বাস দিচ্ছেন। এখানে দলীয়ভাবে আওয়ামী নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়াদ্দারকে (নৌকা) মনোনয়ন দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে থানা আওয়ামী লীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান সিকদার মোশারফ হোসেন সোনা (আনারস ) মার্কা নিয়ে (স্বতন্ত্র) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে শৈলকুপা উপজেলা গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখের বেশি। এর মধ্যে সংখ্যালঘু সমপ্রদায়ের ভোটার সংখ্যা প্রায় ৬৫ হাজার। এ দিকে বিএনপি সমর্থকেরা ভোট কেন্দ্রে যাবে কি না সেটি নিয়ে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। যদি যায় তাহলে তারা কোন প্রার্থীকে ভোট দেবে সেটা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক চলছে। তাই নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা তত বেশি উদগ্রিব হয়ে পড়ছেন।
নির্বাচনে দলের মধ্যে একাধিক প্রার্থী থাকায় এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সম্প্রতি উপজেলা নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে থানা সদর ও বিভিন্ন ইউনিয়নে কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুননবী কালু, (চশমা),উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম মোল্লা (উড়োজাহাজ), সাবেক পৌর যুবলীগের সভাপতি রানা উজ্জামান বাদশা (টিউবঅয়েল), সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাকিল আহাম্মেদ (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি (হাঁস), পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন (ফুটবল), শাফিয়া খাতুন (পদ্মফুল) ও রীনা পারভীন (প্রজাপতি)।
চেয়ারম্যান প্রার্থী নায়েব আলী জোয়ার্দার ও মোশারফ হোসেন সিকদার (সোনা) জানান, ভোট সুষ্ঠু হলে তারা শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সম্পর্কে জানতে চাইলে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, মোট ১১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে শৈলকুপা উপজেলা গঠিত।
এ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখের বেশি। এর মধ্যে সংখ্যালঘু সমপ্রদায়ের ভোটার সংখ্যা প্রায় ৬৫ হাজার। এ দিকে বিএনপি সমর্থকেরা ভোট কেন্দ্রে যাবে কি না সেটি নিয়ে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। যদি যায় তাহলে তারা কোন প্রার্থীকে ভোট দেবে সেটা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক চলছে। তাই নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা তত বেশি উদগ্রিব হয়ে পড়ছেন।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল