২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

  পাংশায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

-

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ নির্বাচন ২৪ মার্চ। এ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বত্রই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত দুই-তিন দিন ধরে বেশ কয়েক স্থানে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের (আনারস) নির্বাচনী অফিস ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরিদ হাসান ওদুদ।
অভিযোগ সূত্রে জানা যায় গত ১৮ রাতে মার্চ পাংশা পৌর কাউন্সিলর অতুর সরদারের নেতৃত্বে মহিসভাঙ্গা বাজারে আনারসের নির্বাচনী অফিসে হামলা এবং একই দিনে অতুর সরদার ও পিকুল বিশ্বাসের নেতৃত্বে ইউপির দত্তের হাট মোড় বাজারের আনারসের নির্বাচনী অফিস ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ১৯ মার্চ রাতে উপজেলার মনের মোড় নামক স্থানে আনারসের নির্বাচনী অফিস ভাঙচুর ও বোমা মেরে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে শরিসা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের ভাই নৌকার প্রার্থী এ কে এম শফিকুল মোরশেধ আরুজের আপন ভাগিনা পিকুল বিশ্বাসের বিরুদ্ধে। এ ছাড়াও মাছপাড়া কলিমহ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আনারসের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ফরিদ হাসান ওদুদ। এ ঘটনায় পাংশা থানা পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন।


আরো সংবাদ



premium cement

সকল