১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নড়িয়ায় প্রবাসীর স্ত্রীর ভিডিও ধারণ করে চাঁদা দাবি তরুণ আটক

-

শরীয়তপুরে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে সেলিম হাওলাদার নামে এক তরুণকে আটক করেছে র্যাব-৮ মাদারীপুর। গত শুক্রবার ভোর ৬টায় নড়িয়া উপজেলার পাঁচগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম হাওলাদার (২৫) উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত মতিউর রহমান হাওলাদারের ছেলে। এ সময় আপত্তিকর ভিডিও ও ছবিসংবলিত মোবাইল ও মেমোরি কার্ড জব্দ করা হয়।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম হাওলাদার নড়িয়া উপজেলার চণ্ডিপুর এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে আপত্তিকর দৃশ্য কৌশলে মোবাইলে ধারণ করে। আপত্তিকর দৃশ্য অনলাইনে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে সে কয়েক দফায় বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এক সপ্তাহ আগে আপত্তিকর ভিডিওর একটি মেমোরি কার্ড প্রবাসীর স্ত্রীর পরিবারের কাছে সরবরাহ করে সে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর পরিবার আইনগত সহায়তা চেয়ে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে লিখিত অভিযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল নড়িয়া উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।

 


আরো সংবাদ



premium cement