২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

দেবিদ্বারে দুদক ও পুলিশের অভিযানে ১৫ জন আটক

-

কুমিল্লার দেবিদ্বারে দুদক ও পুলিশের অভিযানে ১৫ জন আটক হয়েছে। পুলিশ মাদকবিরোধী অভিযানে আট ও গ্রেফতারি পরোয়ানায় সাতজনকে আটক করেছে। পরে মাদকবিরোধী অভিযানে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
দুদকের অভিযোগ কেন্দ্র ১০৬-এ জনগণের অভিযোগের ভিত্তিতে দুুদকের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক হেলাল উদ্দিন শরীফের নেতৃত্বে দেবিদ্বার উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও দুদকের টিম দেবিদ্বারে গোমতী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করে। এ সময় দু’টি ড্রেজার মেশিন ধ্বংস ও বালু বোঝাই দু’টি ট্রাক আটক করে। আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদেরকে সাত দিন করে সাজা প্রদান করা হয়।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান ও গ্রেফতারি পরোয়ানায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে আটক করা হয়।


আরো সংবাদ



premium cement

সকল